বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে চাচার হাতে ইসমাইল শেখ লিওন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌর এলাকার গোবরা নিলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিওন শেখ ওই এলাকার ইব্রাহীম শেখের ছেলে। সে সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, বসতবাড়ির সীমানাপ্রাচীর নিয়ে ইব্রাহীম শেখের সঙ্গে চাচাতো ভাই নাহিদুল শেখের বিরোধ চলে আসছিল। আজ দুপুরে পূর্বশত্রুতার জের ধরে নাহিদুল শেখ চাচাতো ভাই ইব্রাহীম শেখকে গালিগালাজ করে। ইব্রাহীম শেখের ছেলে লিওন চাচা নাহিদুল শেখকে গালিগালাজ করতে নিষেধ করলে তিনি লোহার রড় লিওনের পেটে ধুকিয়ে দেন। স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় চাচা নাহিদুল শেখও আহত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।