রবীন্দ্রনাথ সরকার (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ মঞ্জুরুল ইসলাম সিজান (২৫) নামে এক মাদককারবারি আটক হয়েছে।
এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। মঞ্জুরুল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মে) রাতে মঞ্জুরুল তার বাড়ির এলাকা থেকে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল যোগে মহিপুর হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল।
এসময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশ মহিপুর ব্রিজ সংলগ্ন স্থানে তাকে আটক করে। এ ব্যাপারে ওসি দুলাল হোসেন জানান,
আটক মঞ্জুরুলকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।