কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ থেকে ৬ষ্ঠ শ্রেণী পডুয়া অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে যাওয়ার পথে পুলিশ সদস্য ও ভিটকিমের পরিবারের নগদ ২৫ হাজার টাকাসহ ৪টি স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (০৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় বাগবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।
পরবর্তীতে বুধবার (১০ আগস্ট) এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এস.আই) উজ্জ্বল হোসেন। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ছিনতাইকৃত মালামাল উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন ভুক্তভোগীরা। জানা যায়, নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের শৈলগাছী ঈদগাহপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণীতে পডুয়া শিক্ষার্থী গত সোমবার (০৮ আগস্ট) স্কুলে যাবার পথে নিখোঁজ হয়।
এনিয়ে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা সদর মডেল থানায় জিডি করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান ঢাকার উত্তরায় নিশ্চিত হয়। মঙ্গলবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে মাইক্রোবাস যোগে মেয়েটিকে উদ্ধার করতে রওনা দেন সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন।
মাইক্রোবাসে এস.আই উজ্জ¦ল হোসেন, শাপলা বেগম নামে এক নারী কনস্টেবল ও মেয়েটির পরিবারের সদস্যসহ ৫ জন ছিলেন। পথিমধ্যে দিবাগত রাত ৩ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় বাগবাড়ি এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী সেটিকে থামায়। এরপর এস.আই উজ্জ্বল হোসেনসহ ওই মাইক্রোবাসে থাকা ভুক্তভোগীদের নগদ ২৫ হাজার টাকাসহ ৪টি স্মার্টফোন ছিনতাই করা হয়।
পরে ছিনতাইকারীরা সেখান থেকে চলে গেলে আবারো মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে উত্তরা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে নওগাঁয় ফেরত আসেন। এবিষয়ে উপ পরিদর্শক (এস.আই) উজ্জ্বল হোসেন বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে যাওয়ার পথে সিরজগঞ্জের কড্ডার মোড় বাগবাড়ি এলাকায় মাইক্রোবাসে ছিনতাইকারীরা আক্রমন করে।
ওই মুহুর্তে আমাদের পুলিশ সদস্যসহ ভিকটিমের পরিবারের ৪টি স্মার্টফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। এবিষয়ে পরের দিন ফোন হারিয়েছে মর্মে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরী করেছি।
সিরজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, কয়েকটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করেছেন নওগাঁ সদর মডেল থানার এস.আই উজ্জ্বল হোসেন।
ইতিমধ্যে ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আশা করছি শীঘ্রই মোবাইলগুলো উদ্ধার করা যাবে। নওগাঁ সদর থানার মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ভিকটিম উদ্ধারে গিয়ে থানার কোন উপ পরিদর্শক (এস.আই) ছিনতাইয়ের শিকার হয়েছেন কি না? সেটা আমার জানা নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।