!["গঙ্গাচড়ায় চরে আধিপত্য নিয়ে তিন হত্যাকাণ্ড : দুই নারী আটক "](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/dkk435.jpg)
“গঙ্গাচড়ায় চরে আধিপত্য নিয়ে তিন হত্যাকাণ্ড : দুই নারী আটক “
“গঙ্গাচড়ায় চরে আধিপত্য নিয়ে তিন হত্যাকাণ্ড : দুই নারী আটক “
আবু বক্কার সিদ্দীক, মণিরামপুর থেকে: মণিরামপুরে গভীর রাতে রাইস মিল থেকে চুরি হওয়া ২টি মোটরসহ ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মিল মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মণিরামপুর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মধুপুর এলাকার গোলাম মোস্তফার রাইস মিল থেকে দু’টি ৩০ হর্সপাওয়ার মোটর চুরি হয়। উক্ত মোটর চুরির ঘটনা পুলিশ জানার পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর এলাকায় অভিযান চালায়। এসময় খানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া ওই মোটরসহ পুলিশ তাকে আটক করে।
এরপর ওই মোটর চুরির সাথে জড়িত উপজেলার হোগলাডাঙ্গা এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র ইজিবাইক চালক রায়হান হোসেনকে আটক করা হয়। পুলিশ জানায়, উক্ত মোটর চুরির সাথে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।