লক্ষ্মীপুর সদর উপজেলা ৭নং বশিকপুর ইউনিয়ন যুবলীগ নেতা – মো. আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ৭নং বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। এই ছাড়া বশিকপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে।
জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি-যুবদলের ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করেছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আলাউদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এমনটি হতে পারে। এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এলাকায় চলছে অভিযান। জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারে কাজ করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।