আল আমিন সরদার স্টাফ,  রিপোর্টার সাতক্ষীরা জেলা: তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৯ নম্বর খলিষখালি ইউনিয়নের দুধলেরচরের তেয়াশী নদীর ব্রিজের দুই থেকে আড়াই কোটি টাকার বাজেট অর্ধেক টাকার ও কাজ হচ্ছে না এমন অভিযোগ এলাকার বাস।

এ ব্যাপারে এলাকাবাসী জানান আমাদের এলাকায় খলিষখালি ইউনিয়নের দুধলিয়ার চর তেয়াশী যে ব্রিজের হচ্ছে সেটা দুই থেকে আড়াই কোটি টাকা বাজেট হয়েছে তার মধ্যে অর্ধেক টাকার কাজ ও হচ্ছে না দুইটি সিমেন্ট দেওয়ার কথা থাকলেও দিচ্ছে এক বস্তা করে সিমেন্ট যেভাবে রড দিয়ে বাইন্ডিং করার কথা সেভাবে রড বাইন্ডিং দেওয়ার কথা সেভাবে সেখানে দিচ্ছে না যেখানে দেওয়ার কথা ভালো উন্নত মনের ইট সেখানে দিচ্ছে দুই থেকে তিন নম্বর ইট আমার চাই দুর্নীতি ছাড়াই ব্রিজের হোক।

এ ব্যাপারে কন্টাকটারের মনিরুজ্জামান সাথে যোগাযোগ করতে চাইলে তার সাথে যোগাযোগ করায় দিতে পারবেন না বলে জানাই ম্যানেজার রফিকুল ইসলাম।