শেরপুরে মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বিষ দিয়ে এক মৌচাষির ২৫ বাক্স মৌমাছি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নকলা পৌরসভার উত্তর কায়দা এলাকায় এ ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৌচাষি শাহাব উদ্দিন বুধবার দুপুরে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে মৌচাষি শাহাব উদ্দিনের বাড়ি। তিনি গত কয়েক বছরের মতো এবারও মধু আহরণে নকলা উপজেলায় আসেন। পালন করা মৌমাছি ভরা বাক্স তিনি
পৌরসভার উত্তর কায়দা এলাকার সরিষা জমিসংলগ্ন জায়গায় বসান। গতকাল গভীর রাতে মৌমাছির ২৫টি বাক্সে বিষ দেয় দুর্বৃত্তরা।

বিষক্রিয়ায় বাক্সগুলোর সব মৌমাছি মারা যায়। ক্ষতিগ্রস্ত মৌচাষি শাহাব উদ্দিন বলেন, প্রতিবছরের মতো এ বছরও
একই জায়গায় ১২০টি বাক্স বসিয়েছিলাম। এখানে আমার সাত লাখ টাকা বিনিয়োগ ছিল। বিষ প্রয়োগের ফলে ২৫টি বাক্সের সব মৌমাছি মারা গেছে। এমন জঘন্য কাজ কেউ করতে পারে আমার বিশ্বাস হ”েছ না।

এ ঘটনায় আমি নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মৌচাষি শাহাব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যব¯’া নেয়া হবে।