![Rahamganj school headmaster's house robbery!](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/nabid.png)
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জে “দারুণ নেকতন” নামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার পরে জানালার গ্রিল কেটে ভবনের ভিতরে প্রবেশ করে ডাকাতদল।
“দারুণ নেকতন” নামের ওই বাড়িটি রামগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনসুর হালাদারের।
তার ছেলে বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার জানান, ঘরে তার অসুস্থ বৃদ্ধ মা বাবা থাকেন। ডাকাতরা ঘরে প্রবেশ করে, তাদের হাত পাতা বেধে রেখে প্রায় ২ ঘন্টা তান্ডব চালিয়ে তার মায়ের স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করেন ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো অভিযোগ নেয়নি বলে জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।