নরসিংদীর শিবপুরে নিখোঁজের আট ঘণ্টা পর প্রতিবেশীর আলমারির ভেতরে সন্ধান পাওয়া গেছে সায়মা আক্তার (০৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহের।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার যশোর ইউনিয়নের আখরা মন্দিরের পাশে আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আরোও পড়ুন: নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ ভোগান্তিতে নগরবাসী

কোষ্ঠকাঠিন্যে এড়িয়ে চলবেন যেসব খাবার

নিহত সায়মা যশোর এলাকার মুন্সিবাড়ির সারোয়ার জাহানের মেয়ে। সে স্থানীয় চরমরজাল মডেল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া, উপ পরিদর্শক (এসআই) আফজাল হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর ১টার পর থেকে সায়মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল নাগাদ শিশুটিকে খুঁজে পেতে মাইকিং করেন পরিবারের সদস্যরা।

এতেও কোনো খোঁজ না হলে বিষয়টি পুলিশে জানানো হয়। সন্ধ্যা নাগাদ শিবপুর মডেল থানা পুলিশ নিখোঁজ শিশুটির বাড়িতে এসে সন্দেহভাজন হিসেবে পরিবারের সদস্যদের সহযোগিতায় আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া প্রতিবেশী হানিফ মিয়ার বাড়িতে খোঁজ করে। তল্লাশি চালিয়ে হানিফের কাঠের একটি আলমারির ভেতরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।