কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুক না দেওয়ায় বিয়ের তিন মাসের মধ্যেই লাশ হলেন ফাতেমাতুজ জোহরা (রোকসানা) নামে এক নববধূ। যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। শুক্রবার রাতে পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী সাইফুল ইসলামকে প্রধান আসমি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
আরোও পড়ুন:
খানসামায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে বসতবাড়ী ছাঁই
খানসামায় পূজা মন্ডপে কালো পতাকা উত্তোলন করে দূর্গাপূজা বর্জন
একুশে পদকজয়ী সাংবাদিক তোয়াব খান আর নেই
নিহতের বড় বোন রাশেদা বেগম জানান, উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর কাইছুটি গ্রামের মো. আবুল বশরের মেয়ের সঙ্গে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়ির মৃত সৈয়দ আহমেদের ছেলে মো. সাইফুলের গত ১০ জুন বিবাহ হয়। বিয়ের পর থেকেই সাইফুল ও তার পরিবার যৌতুকের দাবিতে নববধূ রোকসানার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।