কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে দ্বন্দ্বে বাবা আবুল কাশেম মোল্লাকে (৫৫) কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জেসমিন আক্তারের (২৮) বিরুদ্ধ
আরোও পড়ুন: ইউএস টপচার্টে বাংলাদেশের ‘হাওয়া
প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে জানলে লিঙ্গ বৈষম্য কমে যাবে’
বুধবার বিকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কাশেম ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে কাসেম মোল্লা তার আরেক মেয়েকে যায়গা রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে বিকালে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আরোও পড়ুন: তাড়াশ হাসপাতাল ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দখলে
প্রায় ১২ কোটি টাকার ‘তিমির বমি’ জব্দ
এ ঘটনায় অভিযুক্ত জেসমিন আক্তার তার বাবাকে হত্যার বিষয়টি অস্বীকার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং প্রকৃত হত্যাকারী শনাক্ত করতে নিহতের স্ত্রী ও মেয়েকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।