স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন- এ সন্দেহে তাকে হত্যা করে দেহ দুই টুকরো করেছে পাষণ্ড এক স্বামী। হত্যার পর দিখণ্ডিত সেই দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে খালে।
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে মর্মান্তিক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা ক্যানেলে ওই নারীর দেহাবশেষের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হত্যার শিকার নারীর নাম রেণুকা খাতুন (৩০)। অভিযুক্ত স্বামীর নাম আনসারুল।
পুলিশ জানিয়েছে, শিলিগুড়ির কলেজপাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতে যেত রেণুকা। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে তার খোঁজ মিলছিল না। গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে রেণুকার পরিবার। তারপরই তদন্তে নামে পুলিশ।
আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পারেন, গত ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন আনসারুল। তারপর দেহ দুই টুকরো করে চটহাট সংলগ্ন তিস্তা ক্যানেলে ভাসিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার অভিযুক্ত স্বামীকে শিলিগুড়ি আদালতে হাজির করানো হয়। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।