র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর বাড্ডা হতে নীলফামারী জলঢাকার এলাকার অপহরণকারী মূলহোতা মোঃ তুহিন ইসলাম’কে গ্রেফতারসহ ০১ জন ভিকটিম উদ্ধার করেছে র‌্যাব-৩।

১। রাজধানীর বাড্ডা এলাকা হতে অপহরণকারী মুলহোতা পলাতক আসামি ১। মোঃ তুহিন ইসলাম (২২), পিতা-মোঃ লোকমান আলী, সাং- ভেরভেরী (ধাইজান), থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী’কে ০৪/০২/২০২৩ তারিখ ১৯২০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিম শ্রীমতি রতœা রানী (১৫) কে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

২। অধিনায়ক জানান, ধৃত আসামী নীলফামারী জেলার জলঢাকা থানার মামলা নং-৩১, তাং-৩১/১২/২০২২ ইং, ধারা-৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ০১ নং পলাতক আসামী। তিনি প্রতারণামূলক অপহরনের মূলহোতা ও পরিকল্পনাকারী। আসামী রাসুলবাগ গরম বাজার, উত্তর বাড্ডা এলাকায় আত্মগোপন করেছিল। পরবর্তীতে আসামীর হেফাজত হতে অপহৃত ভিকটিম ১৫ বছর বয়ষ্ক শ্রীমতি রতœা রানী’কে উদ্ধার করা হয়।

৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।