প্রবীর সরকার মিঠাপুকুর প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (১২-০৫-২০২২) দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জালালপুর এলাকায় তিন চোরকে আটক করে স্থানীয়রা।
পরে তাদের মিঠাপুকুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকরা হলেন, ওই ইউনিয়নের কয়েরমারী গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহেদুল ইসলাম ও কুতুবপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জিহাদ মিয়া বলে জানা গেছে। বাকী একজনের পরিচয় পাওয়া যায়নি।এ বিষয়ে থানার ওসিকে জিজ্ঞাসা করলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।