পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সময় ডিজিটাল ডায়াগণষ্টিক সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে পৌর শহরের ক্লিনিক পাড়ায় এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। এ অভিযানের টের পেয়ে পালিয়ে যায় ডায়াগণষ্টিকের মালিক সানি।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন জানান, সময় ডায়াগণষ্টিকে কোন ধরনের কাগজপত্র ছিলো না। অথচ তারা নির্বিঘ্নে রক্ত টেষ্ট ও রক্ত বানিজ্য করে আসছে। তাই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকী ডায়াগণষ্টিক সেন্টারটির মালামালের তালিকা করে সেটি সিলগালা করে দেন এবং মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকী মুঠোফোনে জানান, ডায়াগণষ্টিকটির কোন কাগজ ও মালিককে না পাওয়ায় সেটি সিলগালা করে দেয়া হয়েছে এবং স্বাস্থ্য কর্মকর্তাকে মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।