নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শত ৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামের হারুন রশিদের ছেলে ডিপজল ওরফে দিপু(২০) ও একই উপজেলার বিলাশবাড়ী গ্রামের গুলবর রহমানের ছেলে সাহেদ(২২)।
এবিষয়ে পাঁচববিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, জয়পুরহাট জেলার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া বাজারের মানিকের গোস্ত ঘরে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের অভিযান চালিয়ে ১ শত ৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ তাদের হাতে নাতে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।