চরভদ্রাসন সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ রক্ষা অভিযানে ২ জেলেকে জেল দিয়া হয়েছে।শনিবার (২২ অক্টোবর) সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত উপজেলা অংশে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ০৩ টি কারেন্ট জাল, ১ টি ডিমওয়ালা ইলিশসহ ভিন্ন ভিন্ন স্থান থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা।পরে জানতে পারা যায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্টের মাধ্যমে, ১. রুহুল আমিন (৩৬)বাবা আঃ মান্নান মাতাঃ আমেনা বেগম দোহার, ঢাকা- কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড।
২. শয়ন খালাসী (১৯)বাবাঃ ঝন্টু খালাসী মাতাঃ সরলা রাণী ডাংগী, চরভদ্রাসন, ফরিদপুর- কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ১ ডিমওয়ালা ইলিশ দুস্থের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব এস এম মাহমুদুল হাসান, পুলিশ সহকারী উপপরিদর্শক জনাব সাফিউল, মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মুহাম্মদ শামিম আরেফিন, কন্সটেবল ঝন্টু এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।