ঢাকা মেট্র্র্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর একটি ভ্রাম্যমান আদালত রাজধানীর গুলশান-২ এর নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও কিংফিশার
রেস্টুরেন্ট এন্ড বারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করার অভিযোগে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পবিত্র রমজান মাসে প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল,
পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
গুলশান এভিনিউ-২ এর নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও কিংফিশার রেস্টুরেন্ট এন্ড বারকে বিভিন্ন অনিয়মের জন্য পৃথক ২টি মামলায় মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।