তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের চুকিনগর গ্রাম থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে জিআর ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ফারুক বিশ্বাস উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে। সে দীর্ঘদিন পলাতক ছিল।
বোয়ালমারী থানার এসআই মামুন ইসলাম জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুকিনগর গ্রামে টহল দেওয়ার সময় পুলিশের গাড়ি দেখে ফারুক দৌড়ে পালায়। সন্দেহ হলে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। গ্রেফতারের পর তার নাম বাবার নাম জানতে চাইলে সে উল্টা পাল্টা নাম বলতে থাকে।
পরে জানতে পারি তার নামে বোয়ালমারী থানায় ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেফতারকৃত ফারুক বিশ্বাসের নামে ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।