ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামে পারিবারিক কলহের জের ধরে পারুল খাতুন (৩৮) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মতিয়ার রহমানের বিরুদ্ধে।
বুধবার ভোরে উপজেলার ওই গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মতিউর রহমান পলাতক।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে রাতে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে স্বামী তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে পারুল ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মতিউর রহমানকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।