বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামী নূরনবীকে (৩৫) ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে বেনাপোল গয়ড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত নূরনবী বেনাপোল গয়ড়া গ্রামের তফেল উদ্দীন আউলিয়ার ছেলে।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামী মাদক সহ গয়ড়া গ্রামে অবস্থান করছে, এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।