চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিনব কায়দায় সাড়ে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
শুক্রবার উপজেলার শিলক ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় সোমবার সকালে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল্লাহ। এ বিষয়ে শফিউল্লাহ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিলক দীঘিরপাড় এলাকায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘হাজী মেহের স্টোর’ দোকানটি বন্ধ করে বাড়ি যান তিনি। পরে সেদিনই বিকাল ৪টার দিকে তিনি দোকানে গিয়ে দেখেন ক্যাশবাক্স এলোমেলো অবস্থায় আছে এবং সেখানে রেখে যাওয়া সাড়ে তিন লাখ টাকা নেই। এরপর দোকানের সিসি টিভির ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনের চোরের দল দুপুর ১টা ৫ মিনিটের দিকে দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় পাঁচজন ব্যক্তি দোকানের ফটক ঘিরে ধরে এবং তাদের একজন তালাবদ্ধ ফটকের নিচে ফাঁক করে দোকানে প্রবেশ করে। এর কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে বেরিয়ে সকলে একসাথে পালিয়ে যায়। শফিউল্লাহর পাঁচটি প্রক্রিয়াজাত খাবারের ডিলারশিপ রয়েছে। তিনি বিভিন্ন খুচরা দোকানে পাইকারি মালামাল সরবরাহ করে প্রতিদিনের মতো এই টাকাগুলো দোকানে রেখেছিলেন বলেও জানান তিনি। এ বিষয়ে রাঙ্গুনিয়া সার্কেলে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের ধরে আইনের আওতায় আনা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।