রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১২ মার্চ) দিবাগত রাত থেকে রোববার (১৩ মার্চ) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও ১২ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়।

আজ সাড়ে ১১টার দিকে আরএমপি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরএমপি পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কলমকথা/ বিথী