ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহ্ফিল করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর প্রেসক্লাবের হলরুমে ওই আলোচনা ও মিলাদ মাহফিল করা হয়।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, আব্দুল জব্বার ফকির, ফিরোজ খাঁ, জমশেদ খাঁ, নুরুল হকসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ চাল মহাল জামে মসজিদের মুয়াজ্জিন।