“নার্সিং এ বিনিয়োগ করুন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার অধিকারকে সম্মান করুন” প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স এবং মিডওয়াইফ—এর আয়োজনে দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৩ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ হাসানুর রহমান চৌধুরীর নেতৃত্বে যার্লী, আলোচনা সভা ও কেক কেটে দিবসের কর্মসুচি পালন করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রুপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপি এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে এরই ধারাবাহিকতায় খানসামা উপজেলাতেও দিবসটি পালিত হয়েছে।

অনুষ্ঠানে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ রিজওয়ানুল কবীর ও মেডিকেল অফিসার বৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কর্মরত সকল নার্স সহ গণমাধ্যমকমীর্গণ উপস্থিত ছিলেন।