রাজিবুল ইসলাম রিয়াজ, মধুপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব অভিবাসী ও উদ্বাস্তু দিবস উদযাপন করা হয়েছে। কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের জিএফইএমএস প্রকল্প এ দিবসের আয়োজন করে।
২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে বর্ণাঢ্য র্যালী উদ্বোধন করেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
র্যালীটি উপজেলা পরিষদ চত্তর পদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক।
অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ কর্মকর্তা সচিনা রুরাং, পাচপটল ডিগ্রী কলেজের প্রভাষক লিয়াকত হোসেন জনি, সাংবাদিক রাজিবুল ইসলাম রিয়াজ প্রমুখ।
এ সময় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এ প্রকল্পে সুবিধাভোগী বিদেশ ফেরত নারী পুরুষরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।