নূরুল হক, বিশেষ প্রতিনিধি: ‘সহিংসতাকে না বলুন’-এ শ্লোগাকে সামনে রেখে দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে মণিরামপুরে আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় মণিরামপুর পৌরসভার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযাগিতায় পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পিএফজি) মণিরামপুুর উপজেলা কমিটি ও সুজন (সুশাসনের জন্য নাগরিক) কমিটির উদ্যােগ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএফজি’র পিস অ্যাম্বাসডর আসাদুজ্জামান রয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যাপক আব্বাস উদ্দীন, বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও পিএফজি’র পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, পারভীনা আক্তার, বাবুলাল চৌধুরী, প্রভাষক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, মুজিবর রহমান, সরােয়ার হাসান, মাজেদা খাতুন, জাকারিয়া হাসান, মুক্তা খাতুন,আতিয়ার রহমান প্রমুখ। বক্তারা বলেন, আমরা কোন সহিংসতা কিংবা হানাহানি চাই না। শান্তি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ আমাদের সবাইকে মিলেমিশ একসাথে চলতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।