যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভূলন্ঠিত করতে ২১ আগস্টে শেখ হাসিনার উপর হামলা করা হয়। বিএনপি-জামাত, তত্বাবধায়ক সরকারের কথা বলছে। কিন্তু আগামী নিবার্চন শেখ হাসিনার নেতৃত্বেই হবে। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। তখন বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার ধনী দেশ। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্রকারীরা দেশ পাকিস্তান বানাতে চায়।

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল বাঘারপাড়া আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র কারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হরিপদ রায়, সাবেক যুগ্ম সম্পাদক অরুন অধিকারী, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, দরাজহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নরেন্দ্রনাথ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল আঢ্য, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী,

আওয়ামী লীগ নেতা প্রনয় সরকার, আব্দুর রাজ্জাক রাজা, সাইফুজ্জামান চৌধুরী ভোলা, এসএম আজম, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, দরাজহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু, নারিকেলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রজিবুল ইসলাম, আওয়াল হোসেন ও টিপু সুলতান প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ২১শে আগষ্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করা হয়।