![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/04/IMG_20210404_145645.jpg)
১৯৭১ সালের আজকের এইদিনে (৪ এপ্রিল) গনহত্যা চালানো হয় তাই প্রতি বছরের ন্যায় এবার গতহত্যা দিবস পালন করা হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ১ এপ্রিল, ১৯৭১ সালে লালমনিরহাট বিমানবন্দরে যুদ্ধে আহত হয়ে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে লালমনিরহাট জেলার তৎকালীন ওসি মীর মোশারফ হোসেন এবং রেল গোয়েন্দা কর্মকর্তা আব্দুর রহমান চৌধুরীসহ ৩৭ জনকে।
নিহত শহীদের স্বরনে আজ লালমনিরহাট রেলওয়ে গনকবরে সকাল ৯ টায় বিনম্র শ্রদ্ধা এবং পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক জনাব মোঃ আবু জাফর ও পুলিশ সুপার জনাবা আবিদা সুলতানাসহ জেলা প্রশাসন ও পুলিশের উদ্বর্তন কর্মকর্তাগন।এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করে হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।