মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, মৎস্য উৎপাদনকারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, মৎস্য সমবায় সমিতির সভাপতি মিহির কুমার সরকার, কৃষি উত্তরন সমবায় সমিতির সভাপতি মুকুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে ৫ শ্রেষ্ঠ সমবায়ী ও ৫ শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কৃত করা হয়।