আবুল হাশেম, নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা’ ”নারী পুরুষের সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
দিবসটি উৎযাপন উপলক্ষ্যে মঙ্গলবার(৮ই মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালি শেষে উপজেলা পরিষদের মিলাতয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত আলোোচনা সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, উপজেলা তথ্য কর্মকর্তা শুকরানা আশরাফি প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।