পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জেল হত্যা দিবস।
বুধবার (৩ নভেম্বর) সূর্যদয়ের পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনসহ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কলাপাড়া উপজেলার মহিপুর ও কুয়াকাটা আওয়ামী লীগ কার্যালয়েও জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
৩ নভেম্বর জেল হত্যা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার তিন মাসেরও কম সময় পর এদিন মুক্তিযুদ্ধের অন্যতম চার সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।