নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) সকালে কেক কাটার মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। সকাল ৮টায় ইউনিয়ন পরিষদ কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহারিয়াল আলম মুক্ত এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্বাস আলী সর্দার , সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতারন করা হয়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।