অলিয়ার রহমান, কেশবপুর ( যশোর ) প্রতিনিধিঃ কেশবপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস-২১ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কেশবপুর, যশোর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসাইন, যুব সংগঠক বাবর আলী গোলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সমাধানের ম্যানেজার মনসুর আলী প্রমুখ।

উপজেলা শিশু একাডেমির পরিচালক বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার। যুব দিবসের প্রারম্ভে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে শহীদ মিনারের পাদদেশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে যুব দিবসের শুভ সূচনা ঘোষণা করা হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সনদপত্র বিতরণসহ ৪০ জন যুবকের মাঝে ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান করা হয়।