‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় মিনা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্তরে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মন্জিল আফরোজা পারভিন।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরসাদুল হক ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার এম এ মান্নান,শিক্ষক,শিক্ষার্থী,গনমাধ্যকর্মীগন। আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি এবং শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।