মোঃ জসিম উদ্দিন, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ-“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ (বুধবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে এই অনুষ্ঠানের র‍্যালি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার, উপজেলা ভূমি অফিসার মারুফ হাসান, খানসামা থানার অফিসার ইনর্চাজ ওসি কামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কলমকথা/ বিথী