যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার খানসামা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় (পাকেরহাটে) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ,সহ সভাপতি সাইফুল ইসলাম,মেরাজ মিলিটারি,সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী,আক্তারুজ্জামান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ননী গোপাল রায় , প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রানী রায়,
সাধারণ সম্পাদক আফরোজা পারভীন, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক সুশান্ত মহন্ত, সদস্য সচিব সবুজ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লিটন রহমান লিটু,২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম সহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগের ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।