শেখ শহীদুল্লাহ্ আল আজাদ | খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনায় মহান মে দিবস উপলক্ষে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম গেট থেকে পিপলস গোল চত্বর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে র্যালী এবং এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ দিকে সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান এবং পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব ও সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ।
বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, টিইউসি জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আব্দুল করিম, যুব ইউনিয়ন জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, সিপিবি খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা নেতা আর এস বিপ্লব, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সৌরভ সমাদ্দার, সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ, ছাত্র ফেডারেশন মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিক নেতা মোঃ নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক তালুকদার, আবুল কালাম, শামসেদ আলম শমশের, শামস শারফিন শ্যামন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন, ঈদের পূর্বে বদলী-দৈনিকভিত্তিক, অবসরপ্রাপ্তসহ সকল শ্রমিকের বকেয়া পরিশোধ এবং রমজানে চাল-ডাল-তেল-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মুল্য নিয়ন্ত্রণের দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।