ডা. আজাদ খান,ব্যুরো প্রধান(ময়মনসিংহ): মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামালপুর জেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটির তাৎপর্য পালনের শুভ সূচনা করেন। এরপর জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাব, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব, জামালপুর জেলা প্রেস ক্লাব, এপেক্স ক্লাব অব জামালপুর, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযোদ্ধা’৭১, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়।
প্রভাতফেরী শেষে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান এর নেতৃত্বে ই-প্রেস ক্লাব জামালপুর জেলা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম গান্ধী, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ বিলাত আলী, কার্যকরী সদস্য মোঃ আব্দুল হামিদ কে সাথে নিয়ে জামালপুর শহরের দয়াময়ী মোড়স্হ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।