গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই পতিপাদ্য কে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে।


শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজন ও আরএসডিএফ গোমস্তাপুরের সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, আরএসডিএফের প্রোগ্রাম ম্যানাজর মোসাঃ কারিমা খাতুন প্রমুখ।