চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতাদিবস উদযাপনকরা হয়েছে শুক্রবার (২৬মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বারতোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সুচনা করা হয়

ভোর ৬ টায় কালেক্টরেট চত্বরের জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়। এসময় উপস্থিতছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন,জেলা পরষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সভিল সার্জনএর কার্যালয়, এলজিইডি অফিস, পানি উন্নয়ন বোর্ড, সড়কও জনপথ বিভাগ, জেলা মহিলা বিষয়কঅধিদপ্তর, নবাবগঞ্জ সরকারি কলজ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদপ্তর, গণপুর্ত বিভাগ,জেলা আওয়মীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাএলীগ, জেলা জাতীয় মহিলা সংস্থা,এক্সিম ব্যাংক কৃষি
বিশ্ববিদযালয়, সদর উপজেলা প্রশাসন, জেলারেজিস্টারও সদর সাবরেজিস্টার অফিস, নামোশংকরবাটি কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামজিক সংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পন করেন।