আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। এরপর থেকে প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি রঙিন হয়ে হঠে। চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা নানা আয়োজনে পালন করেন দিনটি। কিন্তু রমজান মাসের কারণে এ বছর চলচ্চিত্র দিবস সেভাবে পালিত হচ্ছে না।

সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে চলচ্চিত্রের সকল সংগঠন। এরপর বেলা ১১টা থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তারপর ‘হাসিনা : এ ডটার’স টেল’ সিনেমাটি প্রদর্শন করার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তবে রোজার কারণে এ বছর আনন্দ র‌্যালির আয়োজন করা হবে না বলে জানিয়েছেন তিনি। গত বছরও করোনার কারণে ছিল না কোনো উৎসবের আমেজ।