সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বঙ্গমাতা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ।

মঙ্গলবার সকালে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত), প্রক্টর (ভারপ্রাপ্ত), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধাজ্ঞাপন করে কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ, ছাত্রলীগ বশেফমুবিপ্রবি শাখা, বঙ্গবন্ধু পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ।