জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে খাবার বিতরণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাত বার্ষিকীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জেলা বিএনপি।
রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরী , দপ্তর সম্পাদক মামুন ,মহিলা দলের সভানেত্রী ফারহাতুন নাহার প্যারিস ,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারেক আদনান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরু, ছাত্রদল সভাপতি কায়েস, জাসাসের সাধারণ সম্পাদক কল্প বর্ধন সহ দলটির অন্যান্যরা।
উল্লেখ্য সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ মাহফিল শেষে অসহায় প্রায় দেড়শতাধিক নারী-পুরুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।