ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, এডভোকেট আজিজুর রহমান, এডভোকেট আব্দুর রশিদ, তৈয়ব আলী জোয়ারদার, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল খালেক, জীবন কুমার বিশ্বাস, আসাদুজ্জামান, আব্দুল হাকিম, নজরুল ইসলাম বিশ্বাস, আহাদুর রহমান খোকন, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুর পারভেজ তুষার, মাসুদ আহম্মেদ সনজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, আনিছুর রহমান খোকাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।