জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ছড়া, আবৃতি, রচনা ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বিডি হল অডিটোরিয়াম চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসেন আহমেদ, সহকারী শিক্ষক বিদ্যুৎ চন্দ্র মন্ডল, কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম কাজী ইসমাইল হোসেন।

এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী জানান আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ । এই প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিশু এতে অংশ নিয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কর হবে।