আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গম আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন বলেন শ্রমিক- মালিকদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করি। শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি। শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে আগামীতে
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।