হোলি উৎসবকে ঘিরে ঠাকুরগাঁওয়ে আনন্দে মেতেছে সব বয়সীরা। গান ও বাদ্দের তালে তালে একে অপরকে নানা রংয়ে রাঙ্গিয়ে আনন্দ ভাগাভাগি করেছে সবাই।

সকাল থেকেই সনাতন ধর্মালম্বীরা নানা রকম রং নিয়ে হাজির ঠাকুরগাঁও জেলা শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গনে। পুজা আরচনা শেষে অপেক্ষা হোলি উৎসবের নির্ধারিত সময়ের।
সকাল পেরিয়ে মাঝ দুপুরে সব বয়সীদের উপস্থিতিতে একে উপরকে রং মাখিয়ে হোলি উৎসব শুরু করে। ঘন্টাখানেক সময়ে শতাধিক মানুষের উপস্থিতি হোলি উৎসবকে আরো প্রানোবন্দ করে তোলে।


শিশু কিশোর যুবক যুবতি ও নারীরা এক কাতারে মিলিত হয়ে নিজেকে নানা রংয়ে সাজিয়ে তোলেন। গানের তালে তালে মুখোরিত হয়ে উঠে হোলি উৎসব। দুঃখ দূর্দশা কাটিয়ে দেশ ও দশের মঙ্গল কামনায় প্রতি বছর দিন ফিরে আসুক এমন আশা সবার।

এসময় হোলি উৎসবে অংশ নেয়া অনেকেই জানান, এমন আনন্দ বার বার অসুক। সবাই ভাল থাকুক। দেশের ও সকল জাতির মঙ্গল হোক।
হোলি উৎসবটি গতকাল দেশের বিভিন্নস্থানে পালিত হলেও আজ ৮ মার্চ ঠাকুরগাঁওয়ে হোলি উৎসটি পালন করেন সনাতন ধর্মাবলম্বিরা।