ঠাকুরগাঁওয়ে দৈনিক কলম কথা ৫ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। শুক্রবার (১৭মার্চ) রাত সাড়ে ১০টায় নরেশ চৌহান সড়কের পাশে গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট এর অস্থায়ী কার্যালয় (সময় টিভি) অফিসে কেক কাটা হয়।
এ সময় বক্তারা বলেন, দৈনিক কলম কথা,র জন্য সব সময় শুভ কামনা রইলো, এবং সামনের দিনগুলো আরো ভালোভাবে কাজ করে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি।
এ সময় উপস্থিত ছিলেন, পত্রিকাটির ঠাকুরগাঁও ব্যুরো প্রধান আল আমিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, জার্নাল আই ২৪ এর প্রকাশক স্বপন দাস, ঢাকাপ্রকাশের জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন, সাপ্তাহিক উদ্যোক্ত জেলা প্রতিনিধি রুবেল ইসলাম, দৈনিক আলোকিত পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত সহ অন্যান্যরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।