ঠাকুরগাঁওয়ে জাঠিভাঙ্গা গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

 

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরীর “জাঠিভাঙ্গা” গণহত্যা দিবস উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শুক্রবার শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

লক ডাউন থাকায় স্বাস্থ্য বিধি মেনে জাঠিভাঙ্গায় শহীদদের স্মরনে নির্মিত বধ্যভূমিতে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডারগণ, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানী ও এদেশীয় দোসররা সদর উপজেলার ১৫টি গ্রামে তিন হাজারেরও বেশি নিরীহ বাঙালিকে জাঠিভাঙ্গায় জড়ো করে হত্যা করেছিল। তখন থেকেই এই দিনটিকে জাটিভাঙ্গা গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। প্রত্যেক বছর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাটিভাঙ্গা গণহত্যা দিবস পালন হয়ে আসলেও এ বছর করোনা পরিস্থিতির কারনে লকডাউন থাকায় অনুষ্ঠান সীমিত করা হয়।